মিরসরাইয়ে একই পরিবারে ৩ খুনের ২৪ ঘণ্টা পার না হতেই এবার নগরের পাঁচলাইশে খুন হলেন মা ও দুই সন্তান।
শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পাঁচলাইশ থানাধীন ইসমাঈল কলোনির একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাঁচলাইশ থানা পুলিশ জানায়, পাঁচলাইশ থানা এলাকার মোহাম্মদপুর থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মা সুমিতা খাতুন (৩২), মেয়ে জান্নাতুল (৭) ও ছেলে সান (২)।
আরও পড়ুন: এক ঘরেই ৩ খুন—মিরসরাইয়ে মা-বাবা-ছোট ভাইকে গলা কেটে হত্যা
পুলিশ জানায়, ভোর ৪টার দিকে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাডাকি করলেও বাসার দরজা কেউ খুলছিল না। পরে দরজা ভেঙে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করার হয়।
সুমিতার স্বামী সোহেল রানা ইনানি হারবাল নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, সোহেল রানা ঘরে ঢুকতে পারেননি রাতভর। সন্দেহ হওয়ায় সোহেল বিষয়টি পুলিশকে জানান। সোহেলকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে উর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।