শত্রুতা—বাইরে দরজা আটকে আগুন লাগানো হলো ঘরে

মিরসরাইয়ে ‘শত্রুতার’ আগুনে পুড়ে গেছে ৯ কক্ষের একটি বসতঘর। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১৯ মার্চ) রাত ১টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের লুদ্ধাখালী এলাকার আব্দুর রশিদ মিস্ত্রী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: গ্যাসের চুলা থেকে হঠাৎ আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ৫১ বসতঘর

এদিকে খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে নগদ ২ লাখ টাকা, ২ ভরি স্বর্ণসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মৃত শামছুল হকের ছেলে মো. ইউসুফ, মো. মোশাররফ হোসেন, মো. নবী ও আছমা বেগম।

ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজন সালমান হাসান বলেন, ঘরের পেছনের দক্ষিণ দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। যখন আগুন লাগে বাইরে থেকে দরজা বন্ধ ছিল। তারা অনেক চিৎকার করার পরও কেউ দরজা খুলে দেয়নি। পরবর্তীতে তারা দরজা ভেঙে বাইরে আসে।

আরও পড়ুন: তন্দুর থেকে হঠাৎ দাউ দাউ আগুন, পুড়ে ছাই ৫ দোকান

স্থানীয় ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। মনে হচ্ছে পরিকল্পিতভাবে বসতঘরে আগুন দেওয়া হয়েছে। যখন ঘরে আগুন লাগে তখন বাইরে থেকে দরজা বন্ধ ছিল।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!