তন্দুর থেকে হঠাৎ দাউ দাউ আগুন, পুড়ে ছাই ৫ দোকান

মিরসরাইয়ে একটি দোকানের রুটি বানানোর তন্দুর থেকে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫ দোকান।

শুক্রবার (৪ মার্চ) রাত সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশের মস্তাননগর ভোরের বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: মিরসরাইয়ে আগুনে পুড়ল গোডাউন, মালিকও

পরে মিরসরাই ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে- আমজাদ হোসেন বাবুলের মুদি দোকান, মফিজুর রহমানের মুদি দোকান, নুরুল হুদার মুদি দোকান, খোকনের চা দোকান ও হোরা মিয়ার চা দোকান। আগুনে নগদ ৫০ হাজার টাকাসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

আরও পড়ুন: মাঝ সমুদ্রে আগুন—সহস্র যাত্রীর দুঃসহ স্মৃতিকে সঙ্গী করে বে ওয়ান ফিরছে চট্টগ্রামে

ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার আমজাদ হোসেন বাবুল বলেন, আমার পাশের চা দোকান খোকনের রুটি বানানোর তন্দুর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় আমার দোকানের নগদ ৫০ হাজার টাকাসহ ৮ থেকে ৯ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু হারিয়ে আমি এখন নিঃস্ব।

এ বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী আলোকিত চট্টগ্রামকে বলেন, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করছি, রুটি বানানোর তন্দুর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!