ফটিকছড়ির হালদা নদীতে পড়ে মোহাম্মদ ইব্রাহিম (২৫) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার ভূজপুর রাবারড্যামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কলেজছাত্র চট্টগ্রাম কাজীর দেউরী এলাকার রাবেয়া রহমান গলির মোহাম্মদ সেলিমের পুত্র। তিনি ওমরগণি এমইএ কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার কচুয়া থানা এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে বন্ধুদের সাথে বেড়াতে এসে ফটিকছড়ির ভুজপুর রাবারড্যামে ঘুরতে যায় ইব্রাহিম। অসাবধানতাবসত পড়ে যায় পানিতে। সেখান থেকে তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডালিয়া কুমকুম কর জানান, হাসপতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আছহাব উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আক্কাছ/আরবি