করোনা: মৃত্যুতে ‘ভয়ঙ্কর’ চট্টগ্রাম

একের পর এক করোনা রোগীর মৃত্যুতে ‘ভয়ঙ্কর’ হয়ে উঠেছে চট্টগ্রাম। টানা তিনদিন চট্টগ্রামে মারা গেছে ৩০ জন করোনা রোগী।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ করোনা রোগী। এর আগের দুদিনও চট্টগ্রামে কাঁধে উঠেছিল ১০ জন করে ২০ জনের লাশ।

এদিকে লাগাম টানা যাচ্ছে না করোনা আক্রান্তেও। গত ২৪ ঘণ্টায় ২৪২১ নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৭৬৮ জন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৪২ নমুনা পরীক্ষায় ১৬৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১০৩ নমুনা পরীক্ষায় ৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩০নমুনা পরীক্ষায় ২০জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৪ নমুনা পরীক্ষায় ২৭ জন, অ্যান্টিজেন টেস্টে ১০৭৭ নমুনা পরীক্ষায় ৩২৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৪ নমুনা পরীক্ষায় ৭১ জন, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ২০ নমুনা পরীক্ষায় ১২ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১১ নমুনা পরীক্ষায় ৪২ জন ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭০ নমুনা পরীক্ষায় ৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যোল সাইয়েন্স বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি।

নতুন আক্রান্তদের মধ্যে ৪৭৪ জন নগরের এবং ২৯৪ জন উপজেলার।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!