ঝুঁকিতে জীবন—তবু থেমে নেই কর্ম, সংকটের গাড়ি ‘ভটভটি’

লকডাউনে বন্ধ গণপরিবহন। কিন্তু কাজে তো যেতেই হবে। তাই নির্মাণ শ্রমিকরা বেছে নিলেন ইঞ্জিনচালিত ভটভটি।

বুধবার (৩০ জুন) সকাল ১০টায় নগরের বহদ্দারহাট থেকে ভটভটিটি ভাড়া করেন নির্মাণ শ্রমিকরা। এরপর ঝুঁকি নিয়েই সেখানে উঠে পড়েন ১৬ জন শ্রমিক। তাদের নিয়ে ভটভটি যাত্রা করে কালুরঘাটের উদ্দেশ্যে।

১৬ জন শ্রমিক নিয়ে বহদ্দারহাট থেকে কালুরঘাট যাচ্ছে ভটভটি

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!