বিমানবন্দরে গাড়ির চাকার ভেতর ৪৬ স্বর্ণের বার!

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ির চাকার ভেতর থেকে ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসব বারের ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার টাকা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে দায়িত্বরত এনএসআই টিম শুল্ক গোয়েন্দার সহায়তায় এসব স্বর্ণের বার উদ্ধার করে।

আরও পড়ুন: শাহ আমানতে যুবকের কাছে সাড়ে ৫ কোটি টাকার স্বর্ণের বার!

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, গোপন সংবাদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এরিয়ায় (জিএসই) অভিযানে একটি চাকার ভেতর লুকানো অবস্থায় ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার করা এসব স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উদ্ধার করা স্বর্ণের বারগুলো কাস্টম হাউসে হস্তান্তর করা হবে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!