শাহ আমানতে যুবকের কাছে সাড়ে ৫ কোটি টাকার স্বর্ণের বার!

চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ল সাড়ে ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণের বড় চালান।

এ সময় বেলাল নামের একজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৮০টি স্বর্ণের বার। যার ওজন ৯ কেজি ২৮০ গ্রাম।

আরও পড়ুন : ছাত্রলীগ ‘নেতার কাণ্ড’—২৭ ভরি স্বর্ণ মেরে লুকিয়ে ছিলেন বাসায়, হানা দিল ‘বেরসিক’ পুলিশ

শনিবার (৯ অক্টোবর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইট অবতরণ করে। এরপর এনএসআই ও শুল্ক গোয়েন্দারা সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি অভিযান চালিয়ে ৮০টি স্বর্ণের বারসহ বেলাল নামের এক ব্যক্তিকে আটক করে। স্বর্ণের বারগুলোর বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কাস্টমস সূত্রে জানায়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!