১৭ বছরের সাজা এলজি-বুলেট নিয়ে ধরা পড়া যুবকের

রাউজানে অস্ত্র মামলায় ছৈয়দ হোসেন ফারুক (৩১) নামে এক যুবককে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৭ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞার আদালত এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছৈয়দ হোসন ফারুক রাঙ্গুনিয়ার ইসলামপুর সেগুন বাগিচা এলাকার বেলাল হোসেনের ছেলে।

আরও পড়ুন: সাজা কাঁধে ২ যুবক লুকিয়ে ছিল বাকলিয়ায়

রাষ্ট্রপক্ষের কৌসুলি জেলা পিপি অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১৯ (এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশে দুটি সাজা একইসঙ্গে চলবে। তবে কারাদণ্ডের মেয়াদ থেকে হাজতবাস বাদ যাবে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৭ নভেম্বর রাউজান থানার রাবার বাগান গিরীছায়া রেস্টুরেন্ট সামনে অটোরিকশা (চট্টমেট্রো থ-১২-৪২৪৪) থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় ছৈয়দ হোসন ফারুককে আটক করা হয়। এসময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে একটি রাইফেল, একটি এলজি, আটটি বুলেট ও চারটি কার্তুজ উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় পরদিন র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের ডিএডি মো. আব্দুল মতিন বাদী হয়ে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করেন। চলতি বছরের ১০ জানুয়ারি ছৈয়দ হোসন ফারুককে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মাইন উদ্দিন। ১৯ মে চার্জগঠন করেন আদালত। এ মামলায় আটজন সাক্ষ্য দেন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!