রাতের আঁধারে পলোগ্রাউন্ড স্কুলের সামনে লুকিয়ে ছিল ৬ ডাকাত

চট্টগ্রামে পুলিশের জালে ধরা পড়েছে ৬ ডাকাত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি টিপ ছোরা ও একটি হাতপাঞ্জা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলো— মো. আব্দুর রহিম (৩২), মো. জাকির হোসেন (২৬), মো. ওসমান গনি (২৪), মো. জাহিদ ইসলাম (১৫), মো. নীরব (১৬) ও মো. বিল্লু (১৫)।

আরও পড়ুন : ফটিকছড়িতে ভোরের আলো ফুটতেই ধরা খেল ২ ডাকাত

পুলিশ জানায়, পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতির খবরে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি টিপ ছোরা ও একটি হাতপাঞ্জা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ওবায়দুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, রোববার রাত ১০টার দিকে ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আজ (সোমবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!