নীল পলিব্যাগে ১৪০০ ইয়াবা নিয়ে বাঁধন বাসে প্রতিবন্ধী যুবক

মিরসরাইয়ে ইয়াবাসহ নজরুল ইসলাম আরাফাত (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাদিফকিরহাট এলাকায় বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।

আটক আরাফাত নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

আরও পড়ুন: মিরসরাইয়ে এক যুবক ঘুরছিল মদ নিয়ে, অন্যজন ইয়াবা

এ বিষয়ে মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাঈন উদ্দিন ভূঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে নজরুল ইসলাম আরাফাত নামের এক প্রতিবন্ধী যুবককে আটক করা হয়। এসময় তার কাঁধে থাকা একটি ব্যাগ তল্লাশি করলে নীল রঙের পলিপ্যাকে ২০০ পিস করে সাত প্যাকেট থেকে মোট ১৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।

এসআই আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, ইয়াবাগুলো চট্টগ্রামের পাহাড়তলী থেকে পৌরসভার বটতল এলাকার এমরান হোসেন নামের একজনের কাছে নিয়ে যাচ্ছিল। আরফাতের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মাদকসহ ৫টি মামলা রয়েছে। ইয়াবা আটকের ঘটনায় মামলার পর আজ (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!