হোটেলের দরজা বন্ধ রেখে চলছিল রমরমা বাণিজ্য

হাটহাজারীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও দোকানে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে জরিমানা গুনেছে ৭ দোকান।

এ সময় ৭ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (১২ জুলাই) বিকালে অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফউল্লাহ।

নন্দীরহাটে দরজা বন্ধ রেখে ভেতরে ক্রেতা খাওয়ানোর অপরাধে ৫ হাজার টাকা জরিমানা গুনেছে জোনায়েদ হোটেল। এছাড়া বড়দীঘির পাড় শাহজালাল বেকারিতে বসে খাবার খাওয়া ও আড্ডা দেওয়ায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফউল্লাহ বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় আমানবাজার ইদ্রিস স্টোর, লালিয়ার হাটের সেলিম স্টোর, বখতিয়ার স্টোরসহ ৭ দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিএম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!