পরিবেশের ভারসাম্যে বৃক্ষের বিকল্প নেই : হেলাল আকবর চৌধুরী বাবর

আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, বৃক্ষ মানবজীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। অক্সিজেন ও পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণে বৃক্ষের কোনো বিকল্প নেই। প্রাকৃতিক সৌন্দর্য মানসিক স্বাস্থ্য অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৃক্ষ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় অমর ২১ ফেব্রুয়ারি ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ ও পরিচ্ছন্ন কার্যক্রম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এড ভিশন বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন: পরিকল্পিত বৃক্ষরোপণ প্রয়োজন : হেলাল আকবর চৌধুরী বাবর

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতাকে সাধুবাদ জানিয়ে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, চট্টগ্রামের স্বার্থে প্রতিটি কাজে মেয়রের ভূমিকা প্রশংসার দাবি রাখে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন সভাপতি মো. মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহসভাপতি মো. জামাল হোসেন, মো. নাছির বাঙালি, শিবু প্রসাদ চৌধুরী, মো. হাছান মুরাদ, মো. আবুল হাসেম, সদস্য জেমিন আকতার তুলি, প্রিয়াংকা দাশ, রতন বড়ুয়া, আয়েশা সিদ্দিকা, মো. জসিম উদ্দিন, এনডিএইচ রাজু ও মো. শরিফ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!