হাতির হানা—লটমনি পাহাড় থেকে আনা হলো না পুজোর ফুল

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ে ফুল তুলতে গিয়ে হাতির আক্রমণে রতন দে (৫৬) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত রতন দে পূর্ব বৈলগাঁও গ্রামের মৃত সুকুমার দে’র ছেলে।

আরও পড়ুন: কর্ণফুলী—বাঁশখালীতে ক্ষুধার্ত হাতির হানা, তাড়াতে চায় না বন বিভাগ

এ বিষয়ে সাধনপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. মহিউদ্দিন চৌধুরী বলেন, নিহত রতন শুক্রবার ভোরে বাড়ির পাশের লটমনি পাহাড়ে পূজার ফুল তুলতে গেলে হাতির আক্রমণে নিহত হন। নিহতের লাশ দেখে গ্রামের লোকজন তার পরিবারে খবর দেয়। পরে লাশ উদ্ধার করা হয়। নিহত রতন দিনমজুরি করতেন। তার ২ ছেলে ও স্ত্রী রয়েছে।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত রতন দে’র পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও খাদ্যসামগ্রী দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী। এছাড়া বন বিভাগের পক্ষ থেকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বনবিট কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

উজ্জ্বল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!