বাঁশখালীর সংরক্ষিত বনে চাষ করতে গিয়ে হাতির সামনে কৃষক

বাঁশখালীর সংরক্ষিত বনে চাষাবাদের সময় হাতির আক্রমণে দুদু মিয়া (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকাল ১১টায় বাঁশখালীর পূর্ব চাম্বলের সংরক্ষিত বনাঞ্চল মহেশখালী ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গ্রামবাসী বিকাল ৪টায় ওই পাহাড়ি অঞ্চল থেকে দুদু মিয়ার লাশ উদ্ধার করে তার অস্থায়ী বাড়ি পূর্ব চাম্বল নিয়ে আসে।

দুদু মিয়া পেকুয়া উপজেলার রাজাখালী মাতব্বরপাড়ার মৃত আব্দুল মোনাফের ছেলে। ৩০ বছর আগে বাঁশখালীর পূর্ব চাম্বলের ছেনোয়ারা বেগমকে বিয়ে করে তিনি বাঁশখালী থেকে যান। টিপু, ধলু, দিদার নামে তার ৩ ছেলে এবং রোকেয়া বেগম ও মনোয়ারা বেগম নামে দুমেয়ে রয়েছে।

আরও পড়ুন: হাতি মেরে পুঁতে ফেলা হচ্ছে মাটিতে, কুম্ভকর্ণের ঘুমে বাঁশখালীর বন বিভাগ

জানা যায়, আজ ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে চাষাবাদ করতে গিয়েছিলেন। সকাল ১১টায় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর কৃষকরা বিষয়টি জানালে গ্রামবাসীরা বিকেল ৪টায় লাশ উদ্ধার করে নিয়ে আসে।

বাঁশখালী থানার এসআই হাফিজ উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, কৃষক দুদু মিয়ার মৃত্যুর খবরে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল সংগ্রহ করা হয়েছে। পরিবারের সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ইউবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!