হাটহাজারীতে পুকুর ভরাট, ২ ভাইয়ের দণ্ড

হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করায় দুব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়নে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বুড়িশ্চর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুজিবুর রহমানের দুছেলে মিজানুর রহমান ও জামশেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, সরেজমিন পরিদর্শন ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় বুড়িশ্চর মৌজার ১১৬৬৬ নম্বর দাগের ভূমিটি পুকুর, যা বাস্তবেও পুকুর হিসেবেই রয়েছে। কিন্তু ৬৪ শতক এই পুকুরটির অংশবিশেষ ভরাট অবস্থায় পাওয়া যায়। স্থানীয় ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে অভিযুক্তদের চিহ্নিত করা হয় এবং তাদের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তিনি বলেন, পরে পুকুর ভরাটের দায়ে ওই এলাকার মুজিবুর রহমানের ছেলে মিজানুর রহমানকে এক লাখ এবং অপর ছেলে জামশেদকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আগামী ৭ দিনের মধ্যে নিজেদের খরচে ভরাট করা পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে দুজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদ হোসেনসহ হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা।

এনইউএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!