লোহাগাড়ায় হাজার হাজার ঘনফুট বালু ফেলে পালাল ৩ পাচারকারী

লোহাগাড়া অভিযান চালিয়ে ৮৭ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১০ আগস্ট) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা পোক্কাছাড়ি ছড়া, ডলুর মুখ, কিল্লা খোলা, জামতল ও কিল্লাখোলা বাজারের উত্তর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের খবরে অভিযানে গেলে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন: লোহাগাড়ায় লাখো ঘনফুট বালু ফেলে পালাল পাচারকারীরা

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান বলেন, আইন অমান্য করে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। আজ (বুধবার) অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৮৭ হাজার ঘনফুট বালু জব্দ করে লাল পতাকা টাঙানো হয়েছে। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি মেশিন ও পাইপগুলো নিষ্ক্রিয় করা হয়।

তিনি আরও বলেন, স্থানীয় মহিউদ্দিন, নাছিরুদ্দিন ও শিবলী অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত। তবে স্পটে কাউকে পাওয়া যায়নি। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

অভিযানে লোহাগাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এসএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!