লোহাগাড়ায় লাখো ঘনফুট বালু ফেলে পালাল পাচারকারীরা

লোহাগাড়া ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টা হতে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার পদুয়া ইউনিয়নের ছাফুরা খাল, ধইন্ন্যার বিল ও জংগল পদুয়া এলাকার মুন্সিপাড়ায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান।

জানা যায়, পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে অভিযানে নামে উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে গা ঢাকা দেয় বালু উত্তোলনকারীরা।

আরও পড়ুন: লোহাগাড়ায় বালু—মেশিন ফেলে পালাল অভিযানের খবর পেয়ে

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান জানান, আইন অমান্য করে উপজেলার পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি মহল। অভিযানের খবরে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা সটকে পড়ে। এ সময় ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালুর স্তূপে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। জড়িতদের ব্যাপারে খবর নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, এসআই রুহুল আমীনসহ পুলিশের একটি টিম, ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা, তহশিলদার শরফুদ্দিনসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।

এসএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!