হঠাৎ কেইপিজেডের জিপ উল্টে গাছে ধাক্কা, আহত ১৫

আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) শ্রমিকবাহী একটি জিপ গাড়ি উল্টে ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের সুরমা পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তবে অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন: কেইপিজেডে চলছে পাহাড় কাটার যজ্ঞ, দেয়াং পাহাড় এখন আরেক ‘ইতিহাস’

প্রত্যক্ষদর্শী শফিউর রহমান বলেন, কেইপিজেডে ছুটি শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়িতে থাকা প্রায় ৩৫ জন যাত্রীর মধ্যে ১৫ জন আহত হয়।

যোগাযোগ করা হলে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উপমা বলেন, কেইপিজেডের ২০-২২ বছর বয়সী ৫ জনকে আহত অবস্থায় আনা হয়। তাদের মধ্যে দুজনের জখম স্থানে সেলাই ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!