আনোয়ারায় মধ্যরাতের হঠাৎ আগুনে পুড়ল ১৮ ঘর, শিশুসহ আহত ৫

আনোয়ারায় মধ্যরাতের আগুনে পুড়ে ছাই হয়েছে ১৮ বসতঘর। এসময় আগুনে পুড়ে আহত হয়েছে তিন শিশুসহ ৫ জন। আগুনে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নে উত্তরপড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. জামাল, মো. হেলাল ও ৩ শিশু। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুরন : চট্টগ্রামে হঠাৎ আগুনে কপাল পুড়ল শত মানুষের, মুহূর্তেই ছাই ২৪ গাড়ি

ক্ষতিগ্রস্তরা হলেন- মো. জামাল, মো. হেলাল, আবুল কালাম, আবুল কাসেম, আজগর আলী, আমজাদ হোসেন, আনোয়ার, আব্দুস সত্তার, মো. মামুন, মো. আমির, মো. জসিম, কাইয়ুম, মো. সেলিম, নুরুল হক, আব্দুল হক, জাহানারা বেগম, আব্দুস সালাম ও মো. ইউছুপের পরিবার।

স্থানীয়দের ধারণা, জামালের ঘরে অটোরিকশা চার্জ দেওয়া থে‌কে বৈদ্যুতিক শটসার্কিটে আগুনের সূত্রপাত।

এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের দায়িত্বরত নাইম ইসলাম বলেন, রোববার রাত দেড়টায় রায়পুর ইউনিয়নে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। টানা দুঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য ইসহাক বলেন, রোববার রাতে আগুনের ঘটনায় শিশুসহ ৫ জন আহত হয়েছে। তারা চমেক হাসপাতালে ভর্তি আছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!