১২১ স্মার্টফোন নিয়ে প্রাইভেট কারে চেপে কোথায় যাচ্ছিল যুবক?

লোহাগাড়ায় ১২১টি স্মার্ট ফোনসহ মু. ইদ্রিস (৩৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তবে সঙ্গে থাকা অপর এক যুবক কৌশলে পালিয়ে গেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বটতলী স্টেশনে চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। এসময় ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

আটক ইদ্রিস লোহাগাড়া পুটিবিলা আদর্শ পাড়ার মু. নুরুল হকের ছেলে। পালিয়ে যাওয়া যুবকের নাম কামরুল হাসান। তার বাড়ি উপজেলার চুনতি ইউনিয়নে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: স্মার্ট ফোনে জুয়া খেলত ৪ যুবক

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।

যোগাযোগ করা হলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদে প্রাইভেট কারে চোরাই মোবাইল আসার খবরে উপজেলার বটতলী স্টেশনে চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহজনক একটি প্রাইভেট কারে তল্লাশির সময় ১২১টি বিভিন্ন কোম্পানির স্মার্ট ফোনসহ ইদ্রিস নামের এক যুবককে আটক করি। তবে সঙ্গে থাকা অপরজন কৌশলে পালিয়ে যায়। পলাতক কামরুল হাসানের বাড়ি উপজেলার চুনতি ইউনিয়নে বলে জানা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, আটক ইদ্রিসের বিরুদ্ধে মামলার পর আজ (বুধবার) সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

এসএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!