বিমানে দেড় কোটি টাকার স্বর্ণ এনে ১০ বছরের জেল খাটতে হবে ফটিকছড়ির ছেলেকে

স্বর্ণ চোরাচালান মামলায় খায়রুল বাশার (৪৫) নামে এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জানুয়ারি) মহানগর দায়রা জজ ড. জেবুন্নেসার আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত খায়রুল বাশার ফটিকছড়ি উপজেলার লেলাং শাহিন চেয়ারম্যান বাড়ির জাগির আহম্মদ সওদাগরের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী জানান, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে ২ হাজার ১১৫ গ্রাম স্বর্ণ উদ্ধারে করা মামলায় আসামি খায়রুল বাশারকে ১০ বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : ‘কুকিং মেশিনে’ আড়াই কেজি স্বর্ণ লুকিয়ে রেখেছিল শারজাহ থেকে আসা যুবক

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা জি৯-৫২৬ ফ্লাইটের যাত্রী ছিলেন খায়রুল বাশার। সেদিন তার দুটি ব্যাগ না পাওয়ায় ব্যাগ ছাড়াই বিমানবন্দর থেকে চলে যান তিনি। পরে ১৮ ডিসেম্বর সেই ব্যাগ নিতে আসলে তার অসংলগ্ন আচরণে কাস্টমস কর্মকর্তারা ব্যাগ চেক করেন। এতে নেবুলাইজারসহ বিভিন্ন খেলনাসামগ্রীর ভেতর লুকিয়ে রাখা ২ কেজি ১১৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করে কাস্টমস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

পরে এ ঘটনায় খায়রুল বাশারকে আটক করে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়। এরপর শাহ আমানত বিমানবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব কুমার বিশ্বাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। পরের বছরের ১৯ মার্চ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফৌজুল আমিন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!