সীমান্ত থেকে ভারতীয় মদ নিয়ে চট্টগ্রাম আসছিল ৩ যুবক

মিরসরাইয়ে ৮৪ বোতল ভারতীয় মদ ও ১৬ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের মিরসরাই ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় একটি মিনি বাস (চট্ট মেট্রো-ছ-১১-৩৪৫৯) জব্দ করা হয়।

আটকরা হলেন— ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. জসিম উদ্দিন (৩৪), পটিয়া উপজেলার ধলঘাট এলাকার স্বপন দাশের ছেলে রিমন দাশ (২৮) ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বালাইশ গ্রামের মৃত আবু সিদিদকের ছেলে মো. আবদুল হান্নান (২৬)।

আরও পড়ুন : ভারতীয় মদের ব্যবসা করে স্বামী—স্ত্রী, সঙ্গে রাখে বিদেশি পিস্তল

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া এলাকায় চট্টগ্রামমুখী মিম পরিবহনের একটি মিনিবাসে তল্লাশি চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ ও ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

ওসি আরও বলেন, জব্দ করা মাদকের মূল্য প্রায় ৫ লাখ ৮০ হাজার টাকা। এসব মাদক ফেনীর ভারতীয় সীমান্ত এলাকা থেকে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!