সীতাকুণ্ডে বিস্ফোরণ—রিমান্ডে সীমা অক্সিজেন কারখানার পরিচালক

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারাখানায় বিস্ফোরণের ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানের পরিচালক পারভেজ উদ্দীনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ মার্চ) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণে তদন্ত কমিটি, ৫ দিনেই প্রতিবেদন

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, গত ৬ মার্চ সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় প্রতিষ্ঠানের পরিচালক পারভেজ উদ্দীনকে মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরের জিইসি মোড় থেকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ চট্টগ্রাম ইউনিট। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৪ মার্চ বিকালে কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭ জনের মৃত্যু হয়।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!