সীতাকুণ্ডে বাড়িতে ফেরার পথে ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে খুন

সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মমিনুল হক (৪৫) নামের এক কৃষক।

বুধবার (২৯ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট বাংলাবাজার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মমিনুল হক মুরাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মো. ইমাম শরীফের ছেলে।

আরও পড়ুন: ‘তদন্তবন্দী’ চট্টগ্রামে শিশু খুন, কিনারা পাচ্ছে না পুলিশ—সন্দেহের তীর পরিবারের দিকে

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মমিনুল হক তার ছেলে ও ভাতিজাকে নিয়ে ফকিরহাট গরু বাজারে গরু কিনতে যান। কিন্তু তারা গরু না পেয়ে সন্ধ্যায় অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। ফকিরহাট বাংলাবাজার সড়ক অতিক্রম করার সময় হঠাৎ দুর্বৃত্তরা মমিনুল হকের ওপর হামলা চালায়। তারা কিরিচ ও ছুরি দিয়ে মমিনুলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

একপর্যায়ে মমিনুল হক মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহত মমিনুল হকের ভাই ইউপি সদস্য মো. আকবর হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, সন্ত্রাসীরা আমার বড় ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। আমার ভাই একজন কৃষক। এ ঘটনা পূর্বপরিকল্পিত। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানাই।

যোগাযোগ করা হলে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনা পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!