সীতাকুণ্ডে নাশকতা মামলায় পুলিশের জালে কাউন্সিলর

সীতাকুণ্ডে নাশকতা মামলায় ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা একেএম শামশুল আলম আজাদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন- সোনাইছড়ি ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি আবদুল গণি প্রকাশ সিজার ও মো. আব্দুল আজিজ।

গ্রেপ্তার কাউন্সিলর শামসুল আলম সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে চট্টগ্রাম জেলা বিএনপির সদস্য।

আরও পড়ুন: মধ্যরাতে নাশকতার প্রস্তুতির সময় দলবলসহ ধরা পড়ল ছাত্রদল নেতা

পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভা এলাকার সোবাহানবাগের নিজ বাসা থেকে শামশুল আলম আজাদকে গ্রেপ্তার করা হয়। এছাড়া উপজেলার জোড়ামতল এলাকা থেকে সোনাইছড়ি ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি আবদুল গণি প্রকাশ সিজার ও মধ্যম সোনাইছড়ি ফুলতলা এলাকা থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় জড়িত শামশুল আলম আজাদ। আবদুল গণি টেরিয়াইল এলাকায় নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। আব্দুল আজিজও পরোয়ানাভুক্ত আসামি।

ওসি আরও বলেন, গ্রেপ্তারদের আজ (বুধবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!