সিআরবিতে পুলিশ দেখেই বৃদ্ধকে ফেলে পালাল তরুণী

নগরে দেড় হাজার পিস ইয়াবাসহ সালাহ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ মে) সকাল পৌনে ১১টায় সিআরবি তুলাতলি তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় মনা বেগম (২৮) নামে এক তরুণী পালিয়ে যায়।

আটক সালাহ উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ থানার কলেজপাড়া এলাকার মৃত মো. হুসাইনের ছেলে।

আরও পড়ুন : ইস্পাহানি মোড়ে আইনজীবীকে ছুরি মেরে ৩ তরুণ ঘুরছিল সিআরবিতে

পুলিশ জানায়, আজ সকালে সিআরবি তুলাতলি তিন রাস্তার মোড়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার খবরে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সঙ্গে থাকা তরুণী পালিয়ে যায়।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকালে সিআরবি তুলাতলি এলাকা থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় মনা বেগম নামে এক নারী পালিয়ে যান। পরে আটক ব্যক্তির কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ পরিদর্শক আরও বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে পাইকারি দামে ইয়াবা কিনে মনা বেগমের কাছে বেচতেন। পলাতক মনা বেগমকে আটকের চেষ্টা চলছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!