ইস্পাহানি মোড়ে আইনজীবীকে ছুরি মেরে ৩ তরুণ ঘুরছিল সিআরবিতে

নগরে ছিনতাইচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি টিপ ছুরি ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

রোববার (৭ মে ) দুপুর সাড়ে ৩ টার দিকে সিআরবি ফ্রান্সিস রোড থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো.হৃদয় (১৭), মো. শাহীন (১৬) ও মো.হাসান ওরফে বশর (১৬)।

পুলিশ জানায়, মো. মাহবুবুল আলম পেশায় আইনজীবী। শনিবার সন্ধ্যায় ইস্পাহানি মোড়ে পৌঁছলে হঠাৎ তিন তরুণ ছুরির ভয় দেখিয়ে তাঁর পকেটে থাকা নগদ ৩ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তার বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় এসে মামলা করেন। মামলার পর ৩ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার আলোকিত চট্টগ্রামকে বলেন, সিআরবি ফ্রান্সিস রোড থেকে ছিনতাইচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১টি টিপ ছুরি ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ পরিদর্শক আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলারর পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!