সাজা কাঁধে ঘুরে বেড়ানো যুবক ধরা খেল র‌্যাবের জালে

নগরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পালাতক আসামি নিলেন্দু দাশকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার (৬ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে পাহাড়তলী থানার বিটেক বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিলেন্দু দাশ সুনামগঞ্জ জেলার দিরাই থানার গাঘটিয়া এলাকার মৃত নির্মল দাশের ছেলে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: অস্ত্র মামলায় ১০ বছরের সাজা কাঁধে লুকিয়ে থাকা যুবক ধরা

তিনি বলেন, নগরের পাহাড়তলী থানার বিটেক বাজারে গোপন সংবাদে অভিযান চালিয়ে নিলেন্দু দাশকে গ্রেপ্তার করা হয়। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার দুটি পৃথক মাদক মামলার সাজাপ্রাপ্ত পালাতক আসামি।

তিনি আরও বলেন, ২০১৯ সালের ২৮ এপ্রিল আদালত ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন তাকে। এরপর ২০২১ সালের ২৫ মার্চ অন্য একটি মামলায় ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় তাকে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!