সাকিবের সেরা একাদশ—যাদের ওপর ভরসা বিশ্বসেরা অলরাউন্ডারের

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তৈরি করেছেন নিজের সেরা একাদশ। দেশের ক্রিকেটে প্রতিনিধিত্বকারী ক্রিকেটারদের মধ্য থেকে সেরা একাদশ বাছাই করেছেন এ তারকা অলরাউন্ডার। রোববার (১২ ডিসেম্বর) দারাজ এর ফেসবুক লাইভে এই একাদশ ঘোষণা করেন সাকিব নিজেই।

তাঁর একাদশ ঠিক করেছেন নতুন-পুরোনোর সমন্বয়ে। যেখানে আছেন জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ রফিক ও হাবিবুল বাশারের মতো সাবেক তিন ক্রিকেটার। একাদশে সাকিব নিজে থাকলেও অধিনায়কত্ব তুলে দিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক হাবিবুল বাশারের হাতেই। যদিও বাশারকে ব্যাটিং অর্ডারের কোন পজিশনে রাখবেন, তা জানাননি সাকিব।

আরও পড়ুন: সাকিব-মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা-রাজস্থান

এছাড়া একাদশে আছেন বাংলাদেশ দলের আরেক তারকা খেলোয়াড়, সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাদ যাননি দেশের ইতিহাসের অন্যতম সেরা পেসার ও আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। পেস আক্রমনে আছেন রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। সাকিবের সঙ্গেই স্পিনার হিসেবে রেখেছেন দেশসেরা স্পিনার মোহাম্মদ রফিককে।

ওপেনিংয়ে সাকিবের ভরসা তামিম ইকবালেরও উপরেই, সঙ্গে আছেন জাবেদ ওমর বেলিম। তিন নাম্বারে ব্যাটিং করবেন মোহাম্মদ আশরাফুল। চার নাম্বারে সাকিব খেলবেন নিজেই। পাঁচে মুশফিকুর রহিম, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ।

লোয়ার অর্ডরে ভরসা সাত নম্বরে মোহাম্মদ রফিক। আটে মাশরাফি বিন মুর্তজা। হাবিবুল বাশারও আছেন তালিকায়, ব্যাটিংয়ে নামতে পারেন যেকোনো পজিশনে। সবশেষে আছেন দুই ফাস্ট বোলার রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!