এবার ভেসে উঠল সবচেয়ে বড় ডলফিন, মুখে ছিল কোরবানির পশুর বর্জ্য

রাউজানের হালদার সঙ্গে যুক্ত বুড়ি সর্তাখালে প্রায় ২০০ কেজি ওজনের একটি মরা ডলফিন ভেসে উঠেছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে দক্ষিণ গহিরা এলাকার বুড়ি সর্তাখালে ডলফিনটি ভাসতে দেখতে পান মো. হায়দার নামে স্থানীয় এক যুবক। পরে তিনি সংশ্লিষ্টদের খবে দেন।

হায়দার বলেন, বিশাল আকৃতির মরা ডলফিনটির উচ্চতা ১০ ফুট এবং ওজন প্রায় ২০০ কেজি। এটির মুখে কোরবানি পশুর বর্জ্য আটকানো ছিল।

আরও পড়ুন: ৩ কারণে হালদায় মরছে ‘ডলফিন’

এ বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, বড় আকৃতির ডলফিন ভেসে উঠার খবরে পেয়ে তথ্য সংগ্রহ করেছি। হালদায় এর আগে এত বড় ডলফিন মারা যায়নি।

মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ডলফিনটির গায়ে পচন ধরেছে। হালদা নদী ও সংযুক্ত খালে এই পর্যন্ত ৩৬টি ডলফিনের মৃত্যু হয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!