সদরঘাটে জুয়ার আসর বসানো ৫ যুবকের দণ্ড

নগরে জুয়া খেলার অপরাধে পাঁচ ভাসমান আসামিকে ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আমিরুল ইসলাম মিন্টু, আনোয়ার হোসেন, মো. সেলিম, আব্দুল মালেক ও মো. ওসমান প্রকাশ বাবু।

আরও পড়ুন: ফলমণ্ডির ইঞ্জিনিয়ার কলোনিতে জুয়াড় আসর বসিয়েছিল ৯ যুবক

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী হারুনুর রশিদ আলোকিত চট্টগ্রামকে বলেন, জুয়া খেলার অপরাধে পাঁচ আসামির প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে বিচারক এতিমখানায় পাঁচ বস্তা চাল দেওয়ার দণ্ডের চিন্তাভাবনা করেছিলেন। কিন্তু এটি প্রফেশনাল মামলা না হওয়ায় এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি বক্করের মাঠে ফরিদ মেম্বারের অটোরিকশার গ্যারেজে তাস নিয়ে জুয়া খেলার সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের হাতেনাতে আটক করে পুলিশ। পরে এসআই কাজী এনামুল হক বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা করেন। এরপর একই বছরের ১৭ মার্চ মামলায় আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই নয়ন চন্দ্র দাশ।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!