সকালে হচ্ছে না সিনহা হত্যার রায় ঘোষণা

কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় সকালে ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে দুপুরে হবে।

সোমাবর (৩১ জানুয়ারি) সকালে মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

আরও পড়ুন : মেজর সিনহা হত্যা—সোমবারের রায়ে সর্বোচ্চ সাজার আশা পরিবারের

এ তথ্য নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহাবুবুল আলম টিপু।

মাত্র ৩৩ কর্মদিবসে শেষ হয়েছে এ চাঞ্চল্যকর হত্যা মামলা। এরমধ্যে সকাল থেকে কক্সবাজার আদালত প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেছে। এসেছে আসামির স্বজনরাও। রায় ঘোষণাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!