শিশুর দোলনা যখন গলার ফাঁস

  • রাউজানে দোলনায় দুলতে গিয়ে রশিতে গলায় ফাঁস লেগে মেহরাজ হোসেন রাকিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
  • মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উরকিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্য সবাই পারিবারিক কাজে ব্যস্ত ছিল বলে জানা গেছে।
  • স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে শিশু রাকিব বাড়ির বারান্দায় থাকা দোলনায় উঠে ঝুলার সময় হঠাৎ দোলনার রশি গলায় জড়িয়ে ফাঁস লেগে যায়। একপর্যায়ে এ ঘটনা দেখে চিৎকার করতে থাকেন মা।
  • আরও পড়ুন ৪ শিশুর লাশ ভাসছিল পানিতে, চকরিয়া-পেকুয়ায়
  • পরে পাশের এক ছেলে ও স্থানীয় গ্রাম পুলিশ ইমরান হোসেন বাপ্পীর সহায়তায় রাকিবকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে নেয়ামত আলী রোড এলাকার একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডাক্তারের পরামর্শে চট্টগ্রামে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর ওই শিশুকে অক্সিজেন দেওয়া হয়।
  • পারিবারিক সূত্রে জানা যায়, শিশুর বাবা গার্মেন্টসে চাকরি করেন। এভারকেয়ারের হাসপাতালে আইসিইউতে রাখার সামর্থ্য না থাকায় রাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে আইসিইউর ব্যবস্থা না হওয়ায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হলে রাত ৮টার দিকে শিশুটি মারা যায়।
  • এদিকে আজ সকালে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। শিশুটির এমন মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
  • এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!