চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ডে শিশুরা করোনার টিকা পাচ্ছে

নগরের ৪১টি ওয়ার্ডের স্কুল, মাদ্রাসা ও এতিমখানার ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) সকালে সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র রোউল করিম চৌধুরী।

করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে ১৬৪টি টিম প্রত্যেক স্কুলে গিয়ে টিকা প্রয়োগে অংশ নেবে। কিন্ডার গার্ডেন ও ফোরকানিয়া মাদ্রাসা, এতিমখানাসহ সিটি করপোরেশন এলাকায় ৪ লাখের বেশি শিক্ষার্থী টিকা পাবে। শিশুদের সবাইকে ফাইজারের টিকা দেওয়া হবে।

আরও পড়ুন: করোনা : প্রতিবছর নিতে হবে টিকা!

এসময় চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কোভিড-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের কারণে বাংলাদেশ বিশ্বে সমাদৃত হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন করোনা প্রতিরোধ টিকা প্রদানের ক্ষেত্রে যে সফলতা অর্জন করেছে তা ধরে রাখতে হবে। টিকা গ্রহণের সুযোগ থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে সে ব্যাপারে সাবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া জন্মনিবন্ধনের বাধ্যবাধকতার কারণে কোনো শিশু যাতে টিকা নিতে বাধাগ্রস্ত না হয় সেজন্য কাউন্সিলররা সহযোগিতা করবেন।

চসিক স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাছিম ভূঁইয়া, ডা. ইমাম হোসেন রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিটন বড়ুয়া ও অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!