পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে গাড়ির ধাক্কা, মৃত্যুর সঙ্গে লড়ছে কলেজছাত্রী

মিরসরাইয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তানজিমা ইয়াসমিন মুক্তা নামের এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

মুক্তা মিরসরাই সদর ইউনিয়নের তারাকাটিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে। মিরসরাই কলেজে মানবিক বিভাগ থেকে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

আরও পড়ুন: প্রাইভেট পড়া হলো না কলেজছাত্রীর, লরির ধাক্কায় মূহুর্তেই লাশ

প্রত্যক্ষদর্শীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মুক্তা। এরপর তাকে উদ্ধার করে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনিত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।

এ বিষয়ে সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাইয়ান চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত পরীক্ষার্থীর মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠিয়েছি।

যোগাযোগ করা হলে মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার আলোকিত চট্টগ্রামকে বলেন, মুক্তা আমাদের কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। আজ তার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা ছিল। পরীক্ষাকেন্দ্র নিজামপুর সরকারি কলেজে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয় সে। চিকিৎসকের সঙ্গে কথা বলে জেনেছি তার শারীরিক অবস্থা ভালো নয়। তার দ্রুত সুস্থতা কামনা করছি।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!