প্রাইভেট পড়া হলো না কলেজছাত্রীর, লরির ধাক্কায় মূহুর্তেই লাশ

মিরসরাইয়ে প্রাইভেট পড়তে বের হয়ে রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ব্যবসা শাখার মিশু রানী দেবী পলির (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ লরির চালক শাহজাহান শেখ ও হেলপার মো. লিমনকে আটক করেছে।

আরও পড়ুন: আগ্রাবাদে টয়লেটে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ, গায়ে ছুরির দাগ

নিহত পলি দেবনাথ মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সূর্যমোহন দেব নাথের মেয়ে।

এ বিষয়ে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান বলেন, আজ (মঙ্গলবার) সকালে প্রাইভেট পড়তে এসে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির লরির ধাক্কায় তার মৃত্যু হয়। যদি সে ফুটওভার ব্রিজ ব্যবহার করত তাহলে এ দুর্ঘটনা ঘটতো না।

যোগাযোগ করা হলে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আব্দুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (মঙ্গলবার) সকাল ৮ টার দিকে নিজামপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী লরির ধাক্কায় এক কলেজছাত্রী ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় লরির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!