শিক্ষক নিয়োগ—মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়ল লিখিতের জালিয়াতি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা খেয়েছেন মো. মুজিবুর রহমান নামে এক পরীক্ষার্থী। তিনি সাতকানিয়া উপজেলার কেরানিহাট গ্রামের কেওচিয়া ইউনিয়নের ফজলুল কবিরের ছেলে।

সোমবার (২৫ জুলাই) সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।

আরও পড়ুন: জেলে গেল নামজারি জালিয়াতির হোতা রাঙামাটি ভূমি অফিসের সেই কানুনগো

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আটক মো. মুজিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর মৌখিক পরীক্ষা দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। এ সময় তাঁর হাতের লেখা দেখে সন্দেহ হয়। লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মিলিয়ে দেখলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে খোঁজ নিয়ে জানা যায়, ৫ লাখ টাকার চুক্তিতে মানিক নামে আরেকজন মার্চের ৪ তারিখ তাঁর হয়ে লিখিত পরীক্ষার প্রক্সি দিয়েছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আবু রায়হান দোলন, সিনিয়র সহকারী কমিশনার মিল্টন বিশ্বাসসহ কর্মকর্তাদের কাছে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হলে তাঁকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বাদী হয়ে নিয়মিত মামলা করবে।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!