জেলে গেল নামজারি জালিয়াতির হোতা রাঙামাটি ভূমি অফিসের সেই কানুনগো

নামজারি জালিয়াতি করায় রাঙ্গুনিয়ার সাবরেজিস্ট্রি অফিসের সাবেক কানুনগো দীনেশ কান্তি চাকমাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন।

আরও পড়ুন: কোটি টাকা মেরে—জেলে যেতে হবে সঙ্গীতশিল্পী আবদুল মান্নান রানাকে

এর আগে দীনেশ কান্তি চাকমা আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

দীনেশ কান্তি চাকমা বর্তমানে রাঙামাটি সদর উপজেলার ভূমি অফিস কানুনগো হিসেবে কর্মরত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে রাঙ্গুনিয়া সাবরেজিস্ট্রি অফিসে নামজারি জালিয়াতি করার অপরাধে ২০১৯ সালের ২৮ জানুয়ারি তৎকালীন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ উপ সহকারী পরিচালক মো. শরিফ উদ্দীন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।

মামলার এজাহারে দীনেশ কান্তি চাকমা আট নম্বর আসামি। বাকি আসামিরা হলেন- চৌধুরী আবু বক্কর হোসেন ইবনে কাশেম (৬৩), চৌধুরী মো. আবু নাসের ইবনে কাশেম (৫৫), রঙ্গুনিয়া ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুমন চৌধুরী (৪৫), মো. আকরাম হোসেন (৩৭), ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আকরাম হোসেন (৩৭), উপজেলা ভূমি অফিস কানুনগো মংনি মার্মা (৫৪), অতিরিক্ত নকল নবীশ বাটন দাশ (৩৫), সৈয়দুল আলম (৪২) ও দলিল লেখক কাজী আতাউর রহমান (৫৮)।

আরও পড়ুন: ব্যাংকের টাকা মারল মেহেদী টাওয়ারের মালিক, বউ—জামাইকে যেতে হবে জেলে

এ বিষয়ে চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, রাঙামাটি ভূমি অফিসের কানুনগো দীনেশ কান্তি চাকমা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তার জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আরএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!