লাখ টাকার জরিমানার জালে এশিয়া ফুড বেকারি

কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর উপাদানে খাবার তৈরির দায়ে এশিয়া ফুড প্রোডাক্টস বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য অধিদপ্তর।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদরের খুরুশকুল টাইম বাজার এলাকায় এ অভিযান চালান নিরাপদ খাদ্য অধিদপ্তরের নির্বাহী ম‍্যাজিস্ট্রেট সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

আরও পড়ুন : মধুবনকে লাখ টাকা জরিমানা

জানা যায়, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর উপাদানে খাবার তৈরি প্রমাণ পাওয়ায় এশিয়া ফুড প্রোডাক্টস বেকারির ম্যানেজার গোলাম সাদেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় জব্দ করা হয় ক্ষতিকর পণ্যগুলো। এছাড়া কলেজ গেইট এলাকার ঢাকা নিউ ফুড বেকারিকে সর্তক করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর উপাদানে খাবার তৈরি করায় এশিয়া ফুড প্রোডাক্টস বেকারিকে ১ লাখ জরিমানা ও নিউ ফুড বেকারি সতর্ক করা হয়েছে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!