রামুর বৌদ্ধ মন্দিরে আগুন দিয়ে শাহজাহান লুকিয়ে ছিল পাঁচলাইশে

কক্সবাজারের রামুর চেরাংঘাটা উসাইসেন বৌদ্ধ বিহারে আগুন দেওয়া আব্দুল ইয়াছির ওরফে শাহজাহান নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহজাহান রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের পূর্ব মেরুংলা এলাকার বাসিন্দা। তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী। তাঁর বাবা ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম।

আরও পড়ুন : চট্টগ্রামে ভোটের দিন পিস্তল হাতে আতঙ্ক ছড়ানো ‘ব্লেড শামীম’ লুকিয়ে ছিল সীতাকুণ্ডে

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রামুর বৌদ্ধ বিহারে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে গ্রেপ্তার শাহজাহান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সরকারকে বিব্রত করতে গত ৬ জানুয়ারি মধ্যরাতে উসাইছেন রাখাইন বৌদ্ধ বিহারে আগুন দেয়। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, গ্রেপ্তার শাহজাহানকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!