রাউজানে লাখ টাকার কাঠসহ যুবক আটক

রাউজানে চিরাই করা পিকআপ ভর্তি ১২০ ঘনফুট গর্জন গাছসহ জয়নাল আবেদীন (২৭) নামের এক যুবকে আটক করেছে হাটহাজারী বন বিভাগ। কাঠগুলোর আনুমানিক মুল্য ১ লাখ টাকা।

সোমবার (২০ জুন) সকালে গোপন সংবাদে গহিরার এলাকার মূল সড়ক থেকে কাঠভর্তি পিকআপটি আটক করা হয়।

আটক জয়নাল আবেদীন উপজেলার গহিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দলইনগর এলাকার সমদ আলী মুন্সি বাড়ির মৃত কাঞ্চন মিয়ার ছেলে।

আরও পড়ুন: বনের কাঠ পাচারের সময় ডবলমুরিংয়ে ধরা খেল ৮ চোরাকারবারি

বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকালে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান মহাসড়কে গহিরা চৌধুরী মার্কেটের পাশের এলাকা দিয়ে স’মিলে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় গহিরা এলাকার মূল সড়ক থেকে র‌্যাব-৭ সিপিসি-২ হাটহাজারীর সহযোগিতায় কাঠবোঝাই পিকআপটি (চট্টমেট্রো ন ১১-৮১৫০) আটক করে।

এ বিষয়ে হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, র‌্যাব-৭ এর সহায়তায় ১২০ ঘনফুট কাঠসহ ১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে আাদালতে পাঠানো হয়েছে। উদ্ধার করা কাঠগুলোর আনুমানিক মুল্য ১ লাখ টাকা।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!