রাউজানে যুবলীগ নেতা খুন—বাজারে ঘুরতে গিয়ে ধরা খেল পলাতক আসামি

রাউজানে যুবলীগ নেতা শহীদুল আলম হত্যা মামলার পলাতক আসামি রনি মল্লিককে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ জুলাই) বেলা ১২টার দিকে পৌরসদর ফকিরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রনি রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামের প্রয়াত সুখেন্দু বিকাশ মল্লিকের চতুর্থ ছেলে।

এদিকে রনিকে আজ (রোববার) বিকেলে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল।

আরও পড়ুন: যুবলীগ নেতা খুন—৭ বছর পর আসামি মিলল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে

এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি শহীদ হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজ উদ্দিন ইমুকে (৫২) গ্রেপ্তার করে র‌্যাব-৭। এরপর গত ২৬ জুন র‌্যাবের হাতে গ্রেপ্তার হন অপর আসামি মো. ইউসুফ (৫০)।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, শহিদ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রনি মল্লিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ (গতকাল রোববার) ফকিরহাট বাজারে ঘুরাফেরা করার সময় সহকারী উপপরিদর্শক সুজন পালের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রসঙ্গত, প্রসঙ্গত, ২০১৫ সালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাউজান-রাঙামাটি সড়কের চারাবটতল এলাকায় যুবলীগ নেতা শহিদুল আলম (৩৫) নৃশংসভাবে খুন হন। এ ঘটনায় থানায় মামলা করেন নিহতের মা।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!