যুবলীগ নেতা খুন—৭ বছর পর আসামি মিলল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে

রাউজানে যুবলীগ নেতা শহীদুল আলম হত্যা মামলার আসামি মো. ইউসুফকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার আসামি সাত বছর ধরে পালিয়ে ছিল।

রোববার (২৬ জুন) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তার শহীদুল আলমকে রাউজান থানায় সোপর্দের পর আজ (সোমবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে খুন করে লুকিয়ে ছিল ঢাকায়

এর আগে গত ১১ জানুয়ারি গ্রেপ্তার করা হয় মামলার ১ নম্বর আসামি রাউজানের র্শীষ সন্ত্রাসী আজিজ উদ্দিনকে। তিনি রাউজান সদর ইউনিয়নের হরিশখানপাড়ার মৃত বজল আহম্মদ সওদাগরের ছেলে।

এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল আলোকিত চট্টগ্রামকে বলেন, শহীদ হত্যা মামলার পলাতক আসামি ইউসুফকে র‌্যাব থানায় সোর্পদ করেছে। আজ (সোমবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাউজান-রাঙামাটি সড়কের চারাবটতল এলাকায় যুবলীগ নেতা শহিদুল আলমকে (৩৫) নৃশংসভাবে খুন হয়। এ ঘটনায় থানায় মামলা করেন নিহতের মা।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!