রাউজানে বালু তুলে লাখ টাকা দণ্ড

রাউজানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রকাশ শীল নামে এক ব্যক্তিকে লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ এপ্রিল) রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম।

আরও পড়ুন : ৬ স্পটে বালুর পাহাড়ে টানা ৪ ঘণ্টার অভিযান চালাল লোহাগাড়ার প্রশাসন

জানা যায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি প্রকাশ শীল কর্ণফুলী নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেটের অন্যতম সদস্য।

এ বিষয়ে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম বলেন, আজ বিকেল ৪টার দিকে লাম্বুরহাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণন করার অপরাধে প্রকাশ শীল নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং ইজারা গ্রহণপূর্বক বালু বিপণনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!