প্রচণ্ড রোদে খড়ের স্তূপে কাজ করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে দিনমজুর লাশ

পেকুয়ায় প্রচণ্ড রোদে খড়ের স্তূপে কাজ করতে গিয়ে মো. কালু (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মেহেরনামা তেলিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

মো. কালু একই এলাকার মৃত নাগু মিয়ার ছেলে। তিনি তিন সন্তানের বাবা।

আরও পড়ুন : প্রচণ্ড রোদে দিনভর ডেইরি ফার্মে কাজ করা যুবক লাশ

বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, দিনমজুর কালু সকালে প্রতিবেশী গিয়াস উদ্দিনের বাড়িতে খড়ের স্তূপের কাজ করছিলেন। হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে স্থানীয়রা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

প্রতিবেশী গিয়াস উদ্দিন বলেন, কালু সবসময় আমার বাড়িতে কাজ করতেন। আজ সকালে খড়ের স্তূপে কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে পেকুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, কালু নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তবে স্বজনদের বক্তব্য শুনে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!