‘মুহূর্তেই লাশ’—রক্তাক্ত ১০ যাত্রী গেল হাসপাতালে

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলের প্রাণ হারিয়েছেন ১ জন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ বাসযাত্রী।

রোববার (২৯ আগস্ট) দুপুর ৩টার দিকে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান ফ্যাক্টরি সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কাভার্ডভ্যান চালক মো. নান্নু (৫২)। তিনি পটুয়াখালী জেলার কালাপাড়া এলাকার লতিফ হাওলাদেরের ছেলে।

এদিকে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: উন্নয়নের ক্ষত এখন দুর্ঘটনার ফাঁদ, জলাবদ্ধতায় নতুন বিপদ

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স জানান, রাবার বাগান মোড়ে চট্টগ্রাম অভিমুখী কাভার্ডভ্যানের সঙ্গে কক্সবাজারমুখী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক প্রাণ হারান। দুর্ঘটনায় ১০ জন বাসযাত্রী আহত হন।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, দুর্ঘটনার শিকার ১১ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে মো. নান্নু নামে একজন মারা যান। আহত ১০ জনের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১০ জন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!