‘উল্টে গেল ট্রেন’ চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের সঙ্গে পিকআপের সংঘর্ষ

আহত ৫, তদন্ত কমিটি গঠন

ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন মহানগর এক্সপ্রেসের সঙ্গে একটি সবজিবাহী পিকআপের সংঘর্ষ হয়েছে। এতে লাইনচ্যূত হয়ে উল্টে গেছে ট্রেনটির একটি বগি। এ ঘটনায় কমপক্ষে পাঁচ যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৯ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার রেলক্রসিং ওভারব্রিজের নিচে গভীর রাতে হঠাৎ একটি সবজিবাহী পিকআপ রেললাইনের ওপর উঠে আসে। এ সময় অপরপ্রান্ত থেকে তীব্রবেগে ছুটে আসা ট্রেন মহানগর এক্সপ্রেসের সঙ্গে সজোরে ধাক্কা খায় পিকআপটি।

আরও পড়ুন: বেপরোয়া বাসে নারী—ট্রেনে অজ্ঞাত যুবক নিহত

এতে ট্রেনটি লাইনচ্যূত হয়ে একটি বগি ছিটকে পড়ে। দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে রেললাইনের উপর আছড়ে পড়ে। ঘটনার পর পিকআপটি রেললাইন থেকে সরিয়ে নিলেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ‘একলোক ১৫ টুকরো’

শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এদিকে সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাসকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

সিএম/এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!