লোহাগাড়ায় যাত্রীবোঝাই দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত ২০

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২২মার্চ) রাত ১১টার দিকে উপজেলার লোহারদীঘি পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন : চট্টগ্রামে বন্ধুর বোনকে হাসপাতালে দেখতে গিয়ে নিজেই হাসপাতালে গেলেন রক্তাক্ত যুবক

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্টমার্টিন পরিবহনের সঙ্গে এস আর ট্রাভেলসের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা অন্তত ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনাকবলিত এস আর ট্রাভলসের চালক মু. আইয়ুব (৩৮) বলেন, সেন্টমার্টিন পরিবহন গাড়িটি একটি মিনি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটায়।

এদিকে সেন্টমার্টিন পরিবহন বাস চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাস্থলে দোহাজারী হাইওয়ে পুলিশের একটি টিম উদ্ধার কাজ করছে।

আরও পড়ুন: দুমড়েমুচড়ে গেল কার—মুহূর্তেই চালকের লাশ, শিশুসহ রক্তাক্ত ৫

যোগাযোগ করা হলে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার বরে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

সাত্তার/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!