চট্টগ্রামে বন্ধুর বোনকে হাসপাতালে দেখতে গিয়ে নিজেই হাসপাতালে গেলেন রক্তাক্ত যুবক

নগরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. সোহেল (৩০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আল আমিন নামে এক যু্বককে আটক করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) বিকেল ৪টায় নগরের লালখানবাজার মমতা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে৷ বর্তমানে সোহেল চমেক হাসপাতালে ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

আরও পড়ুন: ‘ছক্কা’ মারার দ্বন্দ্বের সমাপ্তি অস্ত্রের ঝনঝনানিতে, এসএসসি পরীক্ষার্থীসহ রক্তাক্ত ৪

সোহেলের পরিবার জানায়, বন্ধুর অসুস্থ বোনকে মমতা ক্লিনিকে দেখতে গেলে আল আমিনের নেতৃত্বে ডেকচি শরীফ, ডেকচি সুমনসহ আরও কয়েকজন মিলে সোহেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে খুলশী থানার পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সোহেল ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত সোহেলকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়৷ এ ঘটনায় আল আমিন নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!